কি জাতের মুসল্লি আমি খইয়া যাই। লিরিক্স
হাছা কথায় শরম করে, মিছা মাথলে আরাম পাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই -২
ভালা ভুরা দুইবায় থাকি, তকি একটা লগে রাখি
ভালোবাসায় মাখামাখি দেখলে গিয়া জগড়া
লাগাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ২
বেহুদা পয়সা ফালাই না, টেকা দিয়া জুতা কিনিনা
করিয়া নামাজের বাহানা মসজিদ তাকি আনিলাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই -২
করজ দেইনা সুদ না দিলে, মুই দেইনা কেউরর
কুনতা নিলে !
কপালর দাগ মিটিগেলে ফাত্তর দিয়ে ঘষাইলাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই!
আমির উদ্দিনে গান গায়িব হাছা খানানাই
খইয়া যাইব
আমল মাফিক ফল ফাইব সবে আল্লাহ্র কাছে
ফানা ছাই
কি জাতের মুসল্লি আমি খইয়া যাই - ২
কথা সুর ও সঙ্গীত বাউল ক্বারী আমির উদ্দিন