মাগো তোমার সবুজ চাদরে...
আদরে আদরে !
কখন যে হয়েছি বড় আমি ,
তোমার কাছে কত ঋণী আমি। -২
সেই তো প্রথম সুর জেনেছি,
ভোরের পাখীর গান শুনে -২
ছন্দের দুলায় শিখেছি আম,
নদীর বুকের ডেউ গুনে ।
তাই তো তোমায় মা জেনেছি ,
সোনার চেয়েও তুমি দামি ।
মাগো ... তোমার কাছে কত ঋণী আমি -২
মাগো তোমার সবুজ,
চাদরে আদরে আদরে ।
সবুজ গাঁয়ের মেট পথে,
পথ চলা শিখেছি আমি ২
প্রজাপতির পাখারও রঙে,
রঙিন হয়েছি আমি
চাঁদ সুরুযের আলোর খেলায় ,
আলোকিত জন্মভূমি ।
মাগো ... তোমার কাছে কত ঋণী আমি
মাগো তোমার সবুজ চাদরে...
আদরে আদরে !
কখন যে হয়েছি বড় আমি ,
তোমার কাছে কত ঋণী আমি ...........।
---------------------------------
মাগো তোমার সবুজ চাদরে
খায়রুল আনাম শাকিল
সুরকারঃ কাজী হাবলূ
গীতিকারঃ সৈয়দ মহসীন মুমিন
-----------------------------------------------------
গানটি শুনতে এখানে ১- ক্লিক করুন
গানটি শুনতে এখানে ২- ক্লিক করুন