Tuesday, August 13, 2013

আমি তোমার হাতের ঘুড়ি হবো খোলা আকাশে - লিরিক্স

আমি তোমার হাতের ঘুড়ি হবো, খোলা আকাশে
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাসে......।

যত দূর যাও না কেন নাটাই তোমার সাথে ,
ইচ্ছে হলে টানবে সূত, আসব তোমার হাতে বন্ধু ,
আসব তোমার হাতে...।

আমি তোমার মনের খুশী হয়ে থাকবো তোমার পাশে ,
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাসে।

তোমার মনে সব মাধুরী মিশিয়ে যেন ...।
মনের মানুষ করে আমায়, তোমার কাছে টান,
বন্ধু তোমার কাছে টান...।

আমি তোমার হয়ে থাকি যে নদীর বানের বার মাসে।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাস......।

আমি তোমার হাতের ঘুড়ি হবো খোলা আকাশে ।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে ,
বন্ধু বাউরি বাতাসে......।
-------------------------
কথাঃ কাউসার আহমেদ কাজল

সুরঃ ফুয়াদ নাসের বাবু 
লিরিক্সঃ বি ইসলাম  
গানটি দেখতে ও শুনতে চাইলে এখানে এখানে ক্লিক করুন




Tuesday, August 6, 2013

মাগো তোমার সবুজ চাদরে - লিরিক্স



মাগো তোমার সবুজ চাদরে...
আদরে আদরে !
কখন যে হয়েছি বড় আমি ,
তোমার কাছে কত ঋণী আমি। -২

সেই তো প্রথম সুর জেনেছি,
ভোরের পাখীর গান শুনে -২
ছন্দের দুলায় শিখেছি আম,
নদীর বুকের ডেউ গুনে ।

তাই তো তোমায় মা জেনেছি ,
সোনার চেয়েও তুমি দামি ।
মাগো ... তোমার কাছে কত ঋণী আমি -২
মাগো তোমার সবুজ,
চাদরে আদরে আদরে ।

সবুজ গাঁয়ের মেট পথে,
পথ চলা শিখেছি আমি ২
প্রজাপতির পাখারও রঙে,
রঙিন হয়েছি আমি
চাঁদ সুরুযের আলোর খেলায় ,
আলোকিত জন্মভূমি ।

মাগো ... তোমার কাছে কত ঋণী আমি
মাগো তোমার সবুজ চাদরে...

আদরে আদরে !
কখন যে হয়েছি বড় আমি ,
তোমার কাছে কত ঋণী আমি ...........।
---------------------------------

মাগো তোমার সবুজ চাদরে
খায়রুল আনাম শাকিল
সুরকারঃ কাজী হাবলূ
গীতিকারঃ সৈয়দ মহসীন মুমিন

----------------------------------------------------- 
গানটি শুনতে এখানে ১- ক্লিক করুন 
গানটি শুনতে এখানে ২- ক্লিক করুন 



Friday, July 26, 2013

আবার হাসিমুখ - শিরোনামহীন লিরিক্স

সেই কবে ছিল উচ্ছাস, কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস, হাসিমুখে ফোয়ারা।
এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ কেউ
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।

বুকের পাঁজরে ওড়ে প্রজাপতি, স্বপ্নের দিগন্ত রঙিন।
ইচ্ছে হলেই এনে দিতে পারে ,বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে আমি আজও হেঁটে বেড়াই।
রোদ্দুর... একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর..
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।

বৃষ্টি ভেজা সুখ-দুখ, খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর, মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর যেতে চাই।

প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেটে যাই
হেটে হেটে বহুদূর, বহুদূর……

-আবার হাসিমুখ
 অ্যালবাম- শিরোনামহীন ২০১৩
কন্ঠ- তুহিন ।
কথা ও সুর- জিয়া ।
বাংলা লিরিক্স – বি ইসলাম


Saturday, January 5, 2013

হার্ড ড্রাইভ ব্যাকআপের ৫ সহজ উপায়

কম্পিউটারের হার্ড ড্রাইভটি ক্র্যাশ করলে যে দুর্ভোগের ভেতর দিয়ে যেতে হয় তার সঙ্গে অনেকেরই পরিচয় আছে। হার্ড ড্রাইভ ক্র্যাশ করলে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আর প্রোগ্রামগুলো হারিয়ে ফেলার ঝামেলা থেকে বাঁচতে হার্ড ড্রাইভ ইমেজিং অথবা ক্লোনিং করে নিতে পারেন ব্যবহারকারী। এর ফলে হার্ড ড্রাইভ ক্র্যাশ করলে লম্বা সময় ধরে অপারেটিং সিস্টেম আর পুরনো অ্যাপ্লিকেশনগুলো রিইনস্টল করার ঝামেলা আর পোহাতে হবে না, বরং পুরো হার্ড ড্রাইভই রিকভার করা যাবে এক্সটারনাল সোর্স থেকে। খবর ম্যাশএবল-এর।

হার্ড ড্রাইভ ইমেজিং আর ক্লোনিং আলাদা বিষয়। পুরনো হার্ড ড্রাইভটি নতুন বেশি মেমোরির হার্ডড্রাইভ দিয়ে প্রতিস্থাপন করতে চাইলে এজন্য সবচেয়ে উপযুক্ত পন্থাটি হচ্ছে হার্ড ড্রাইভ ক্লোনিং। অন্যদিকে ইমেজিংয়ের মাধ্যমে কপি হয়ে যায় প্রোগ্রাম ও অ্যাপসহ হার্ড ড্রাইভের সবকিছুই, যা পরে সহজেই রিইনস্টল করে নেয়া যায়।

কার্বোনাইটের মিরর ইমেজ ব্যাকআপ
মিরর ইমেজ এক্সটারনাল হার্ডড্রাইভে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম এবং যাবতীয় ফাইল এবং ফোল্ডারের ব্যাকআপ তৈরি করে রাখে। হার্ডড্রাইভ ক্র্যাশ করলে মিরর ইমেজ ব্যবহার করে অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম এবং পুরনো সব ফাইল রিকভার করা সম্ভব।

রানটাইমের ড্রাইভইমেজ এক্সএমএল
ড্রাইভইমেজ এক্সএমএল হচ্ছে উইন্ডোজ পিসির জন্য একটি ফ্রি ব্যাকআপ সিস্টেম। এটা কম্পিউটারের সব ফাইল ফ্লোডার এমনকি লক করে রাখার ফোল্ডারসহ সবকিছু অন্য আরেকটি ড্রাইভে ট্রান্সফার করে দেয়।
নরটন গোস্ট
নরটন গোস্ট ব্যবহার করে কম্পিউটারের হার্ড ড্রাইভ ব্যাকআপ করে রাখা যাবে এক্সটারনাল ড্রাইভ, নেটওয়ার্ক ড্রাইভ এবং রিরেকর্ডেবল-রিরাইটেবল সিডি, ডিভিডি, এবং ব্লুরে ডিস্কে। সিস্টেম ক্র্যাশ, ভাইরাস বা হ্যাকিংসহ যে কোনো কারণেই কম্পিউটারের ক্ষতি হলে নরটন গোস্ট ব্যবহার করে প্রয়োজনীয় সবকিছুই ফিরে পাওয়া সম্ভব। নরটন গোস্ট সফটওয়্যারের দাম পড়বে ৪৪.৯৯ ডলার।

কপি কমান্ডার ৯.০
পুরনো হার্ড ড্রাইভের জায়গায় নতুন হার্ড ড্রাইভ ব্যবহার একেবারেই সোজা করে দেয় কপি কমান্ডার ৯.০। মাত্র একটি ক্লিক করেই হার্ড ড্রাইভের সবকিছু কপি করে নেয়া যাবে নতুন হার্ড ড্রাইভে। কপি কমান্ডারের খুচরা মূল্য ৩৪.৯৫ ডলার।

ম্যাকরিয়াম রিফ্লেক্ট
ম্যাকরিয়াম রিফ্লেক্ট ব্যবহার করে হার্ড ড্রাইভের ইমেজিং এবং ক্লোনিং দুটোই করা যায়। আর পুরোটাই বিনামূল্যে। ফাইল ফোল্ডার ব্যকআপের জন্য অবশ্য ব্যবহার করতে হবে আপডেটেড ভার্সন।

(সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )