আমাদের জনগন
আল্বুমঃ উটপাখির ডিম
সূর ও সঙ্গীতঃ সাহেদ
******************************
আরে ভলভো গাড়ির বদলে এলো চীনা
পেলাস্টিক!
জনগন উপহাসের পাত্র !
৯ টার ট্রেন কয়টায় ছাড়বে কর্মকর্তা
স্বয়ং জানেন না !
লেজেগুবরে বিমান করুণ পরিনিতি!
পত্রিকায় দেখি জুতা মারামারির ছবি !
জনগন নাকি সকল ক্ষমতার উৎস ! জনগন কে
ভাবে ওরা বড় তুচ্ছ !
সরকারি মাল আরে দরিয়া মে ঢাল !
বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে,
বিমান বাংলাদেশ রেলওয়,
নতুন কিছু ক্রয় মানে ব্যেবসা বাণিজ্য!
জনগন কিন্তু সবই বুঝতে পারে।
রেলের যোগাযোগটার উন্নতি হলে হাসবে
আমার দুঃখী বাংলাদেশ।
লোকসান হচ্ছে হয় নেই চাকরি হারানোর ভয়
!
ওরা বিষণ এবং অসীম ক্ষমতাবান !
ওদের মেজাজ সব সময় তাকে বড় চড়া ! কারন
ওরা হচ্ছে সরকারি কর্তা
সরকারি মাল আরে দরিয়া মে ঢাল !
বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে,
বিমান বাংলাদেশ রেলওয়,
দূরপাল্লার বিআরটিসি রোড বন্ধকরা
হয়! সিন্ডিকেট কি সরকার থেকে শক্ত?
ইচ্ছে করেই নাকি ট্রেন লেইট করানো হয়!
মগের মুল্লুক কেবলই ইতিহাস !
মানের টিকিট যায়না পায়না তবুও লোকসান হয়
গোনা।
কবি এখানে নিরব চাহিয়া থাকেন !
পুজিবাদের খেলা দেশ কে পঙ্গু করে রাখা
!
জাগো মানুষ জাগো বাংলার প্রেমে।
আর কতকাল কত এই অত্যাচার সওয়া,
রুখে দাড়াও নাগরিক অধিকারে!
বিআরটিসি বাংলাদেশ রেলওয়ে।
বিমান বাংলাদেশ রেলওয়ে।
জাগো মানুষ জাগো বাংলার প্রেমে।
রুখে দাড়াও নাগরিক অধিকারে ...
--------------------------------------------
গানটি শুনতে এখানে ক্লিক করুন