Thursday, July 5, 2012

ডঃ মুহাম্মদ ইউনুস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালিডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব গ্রহণ করলেন! (Dr. Muhammad Yunus made chancellor of UK University)

Nobel Peace laureate Dr Muhammad Yunus
http://www.bbc.co.uk/news/uk-scotland-scotland-business-18653792 

Congratulation! Sir Dr Muhammad Yunus

Nobel laureate Muhammad Yunus succeeds journalist, broadcaster and politician Lord Macdonald of Tradeston.
In March Prof Yunus announced details of a new charity, called the Grameen Scotland Foundation.
It aims to alleviate economic, health and social inequalities in some of Scotland's poorest communities.
Prof Yunus, 71, launched the Grameen Bank in the late 1970s to offer microcredit to the poor. The model has been copied in developing countries around the world.
He is often referred to as "the world's banker to the poor".
Last month, he stood down as the head of the Grameen Bank after a long-running row with the Bangladeshi government.
Authorities said he was over the legal retirement age, but supporters claimed his dismissal was politically motivated.
Prof Yunus has collaborated in the past with Glasgow Caledonian University.
In 2010, the university opened the Grameen Caledonian College of Nursing in Bangladesh to help bring nurse and midwifery training to an international standard.
Glasgow Caledonian later that year set up the Yunus Centre for Social Business and Health, which researches the impact of microcredit on the health and well-being of communities in Scotland and overseas.
Prof Yunus said: "I look forward to building on the fruitful relationship that has already been established and has produced benefits which are helping to improve the quality of life for people in both our countries."
========================================
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটির আচার্য (চ্যান্সেলর) হয়েছেন।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইউনূসের কাছে ওই বিশ্ববিদ্যালয়ের আচার্য হওয়ার আমন্ত্রণ জানান।
গত রোববার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি হচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত একটি সরকারি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক পামেলা গিলিস এক চিঠিতে অধ্যাপক ইউনূসকে ওই বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের দায়িত্ব নিতে এবং তাঁর সৃজনশীল ও অন্তর্দৃষ্টিপূর্ণ নির্দেশনা দিয়ে বিশ্ববিদ্যালয়কে উন্নতির দিকে নিয়ে যেতে আমন্ত্রণ জানান।
অধ্যাপক গিলিস চিঠিতে বলেন, ‘আপনার অধীনে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করা প্রকৃতপক্ষেই আমার জন্য এক বিরাট সম্মানের বিষয় হবে। আমি বিশ্বাস করি, একসঙ্গে আমরা আধুনিক যুগে একটি বিশ্ববিদ্যালয়ের ধারণা পাল্টে দিতে পারব।’
গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি ২০১০ সালে ‘ইউনূস সেন্টার ফর সোশ্যাল বিজনেস অ্যান্ড হেলথ’ প্রতিষ্ঠা এবং ‘ইউনূস চেয়ার’ গঠন করে। স্বাস্থ্যবিষয়ক নেতৃত্বস্থানীয় অর্থনীতিবিদ অধ্যাপক ক্যাম ডোনাল্ডসন ‘ইউনূস চেয়ারের’ মনোনীত অধ্যাপক (হোল্ডার)। সেন্টারটি গ্লাসগোসহ বিশ্বের অন্যান্য এলাকার সুবিধাবঞ্চিত লোকজনের জীবন ও স্বাস্থ্যের ওপর সামাজিক ব্যবসা কী ধরনের প্রভাব ফেলে, তা নিয়ে সমীক্ষা চালিয়ে গবেষণা কর্মসূচি পরিচালনা করে।
২০১০ সালে গ্লাসগো ক্যালেডোনিয়ান ইউনিভার্সিটি বিশ্বের শীর্ষস্থানীয় ৪০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পায়। আর আর্কিটেকচার অ্যান্ড দ্য বিল্ট এনভায়রনমেন্ট ইউনিটের মূল্যায়নে বিশ্ববিদ্যালয়টির গবেষণা যুক্তরাজ্যের শীর্ষ ২০টির মধ্যে জায়গা করে নেয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৫ জন।
অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আগে বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ছিলেন গ্লাসগোর ট্রাডেস্টনের লর্ড ম্যাকডোনাল্ড। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর ব্যবসায়িক নিয়োগসংক্রান্ত উপদেষ্টা কমিটিতে রয়েছেন ।



Sunday, July 1, 2012

আমাদের বাংলাদেশীরা ও কাজ করে Wikileaks এবং Anonymous এ !

Wikileaks ফেসবুক পেজ এ বাংলা পোস্টার 
 https://www.facebook.com/photo.php?fbid=406377106064074&set=a.206387512729702.43344.108734602494994&type=1&theater
Julian Assange

Julian Assange. বা Wikileaks. চিনেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কি না সন্দেহ আছে ! কিন্তু আপনে জানেন কি? Wikileaks এবং ওয়ার্ল্ড এর বড় বড় ওয়েবসাইট যারা কয়েক মিনিট এ হ্যাক করে ফেলে 
সেই হ্যাকার গ্রুপ "Anonymous" এ
 আমাদের বাংলাদেশ এর ও অনেকে কাজ করে ! 
বিশ্বাস হচ্ছে না ? ওকে তাহলে দেখুন Wikileaks এর ফেসবুক পেজ এ বাংলা পোস্টার!!
*******************************
বাংলাদেশ এর জন্য ভাল একটা নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ এ লইকে দেন । আমরা আপনাকে বাংলাদেশ এর জন্য ভাল খবর শেয়ার করব https://www.facebook.com/DailyGoodNews4BD
দেশ এর ভাল কিছু মানে আপনার ও ভাল কিছু । দেশের উন্নতি মানে আপনার উন্নতি।