( প্রণয় সাহা)
‘পুলিশ এখন আগের চেয়ে ভালো’
সাংবাদিকরা খামোখা চমকালো!
আগের থেকে অনেক ভালো পুলিশ
তাদের নিয়ে তবুও প্রশ্ন তুলিস!
পুলিশ এখন ভালো আগের থেকে
ঘাবড়ায় না আইনজীবীদের দেখে!
বিষ নামাতে পুলিশ এখন ওঝা
টিচারদেরও পিটিয়ে করে সোজা!
পুলিশ এখন ডান্ডা মেরে রোজ--
কেবল করে সাংবাদিকের খোঁজ!
পুলিশ এখন ভালো আগের চেয়ে
ছাড় দেয় না এত্তোটুকুন মেয়ে!
পুলিশ এখন আদালতের মোড়ে
ইয়ের মতো হন্যে হয়ে ঘোরে!
পুলিশ এখন সেরের ওপর সোয়া
তাই পুলিশের বিবেক গেছে খোয়া।