Saturday, June 9, 2012

মাধবকুণ্ড জলপ্রপাতের পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু !

গোসল করতে নেমে পানিতে ডুবে ৩ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুর ১ টার দিকে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড জলপ্রপাতে। নিহতরা হলেন, ঢাকার মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র শাহরিয়ার, মিরপুরের বায়তুল মামুর মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র মুন্না এবং মিরপুর কমার্স কলেজের ছাত্র আশিক

জানা গেছে, , শাহরিয়ার আহমদ, মুন্না ও আশিক আহমদসহ আট বন্ধু মিলে বুধবার ঢাকা থেকে সিলেটে বেড়াতে যান। শুক্রবার দুপুরে তারা মাধবকুণ্ডে গিয়ে জলপ্রপাতের পানিতে সাঁতার কাটতে নামেন। এ সময় ওই ৩ জন দড়ি দিয়ে চিহ্নিত সীমানা অতিক্রম করে ‘বিপজ্জনক’ এলাকায় চলে গেলে তারা পানিতে তলিয়ে যান। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে সিলেট থেকে ডুবুরিরা এসে তাদের লাশ উদ্ধার করেন।

বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন



ATN Chairman Mahfuzur Rahman. What he say about Sylhet. See this video




ATN Chairman Mahfuzur Rahman (ছাগল) কি বলছে সিলেট নিয়ে এই ভিডিও তে দেখুন।

ক্ষুব্ধ সিলেটের প্রবাসীরা: মাহফুজুর রহমানকে ৭ দিনের আল্টিমেটাম

ক্ষুব্ধ সিলেটের প্রবাসীরা: মাহফুজুর রহমানকে ৭ দিনের আল্টিমেটাম

undefinedsource:manab zamin
নিউ ইয়র্ক থেকে এনা: এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সিলেটবাসীকে নিয়ে করা বিরূপ মন্তব্য প্রত্যাহার করার আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত সিলেটের প্রবাসীদের প্রতিনিধিত্বকারী জালালাবাদ এসোসিয়েশন। ৪ঠা জুন সন্ধ্যায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) নিউ ইয়র্ক, লসএঞ্জেলেস এবং কানাডার টরন্টোতে একযোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ-সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। উত্তর আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ সংগঠনের সভাপতি জন উদ্দিন বলেন, গত সপ্তাহে লন্ডনের একটি সংবাদ সম্মেলন থেকে মাহফুজুর রহমান ‘সিলেটিরা এখন ভদ্র হয়েছে বলে মন্তব্য করেছেন’। এ ধরনের মন্তব্যের মাধ্যমে মাহফুজুর রহমান সারাবিশ্বে বসবাসরত সিলেটের প্রবাসীদের অসম্মান করেছেন।  তিনি বলেন, পাকিস্তান আমলে ১৭ জেলার মধ্যে ১৬টির ডিসি ছিলেন সিলেটের। তাহলে আগে সিলেটিরা ভদ্র ছিলেন না কিভাবে? সংবাদ সম্মেলন থেকে এ সংগঠনের সেক্রেটারি আহমেদ জিলু বলেন, আমরা লন্ডন, কানাডা, লসএঞ্জেলেস, মিশিগানসহ বিভিন্ন স্থানের সিলেটিদের স্েগ যোগাযোগ করেছি। সবাই ক্ষুব্ধ এ ধরনের মন্তব্যে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ১১ই জুনের মধ্যে মাহফুজুর রহমানকে এটিএন বাংলার মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পাশাপাশি ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে। নইলে পরবর্তী কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পরিষদ সভাপতি আলহাজ নজমুল ইসলামসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।


Friday, June 8, 2012

মাহফুজের বক্তব্যের জের, সিলেট বিভাগে এটিএন সম্প্রচার বন্ধ

মাহফুজের বক্তব্যের জের, সিলেট বিভাগে এটিএন সম্প্রচার বন্ধ


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিলেট: নিহত সাংবাদিক সাগর-রুনির চরিত্র সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য ও সিলেটবাসীকে নিয়ে বর্ণবাদী কটূক্তি করার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। এরই মধ্যে সিলেট বিভাগে বন্ধ করে দেয়া হয়েছে তার মালিকানাধীন দুটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএনবাংলা ও এটিএন নিউজের সম্প্রচার।
মাহফুজুর রহমান সিলেটে এসে ক্ষমা না চাইলে হরতাল ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হতে পারে বলে জানা গেছে।  প্রতিদিন মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।

বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও দুপুরে ঝাড়ু মিছিল বের করা হয়। নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য ও সিলেটবাসীদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করে সিলেট মানবাধিকার সোসাইটি।

এরপর দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে ঝাড়ু মিছিল বের করে ‘সচেতন সিলেটবাসী’ নামের একটি সংগঠন।

মানবাধিকার সোসাইটির মানববন্ধনে বক্তারা বলেন, মাহফুজুর রহমানকে সিলেট এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে সিলেটবাসী বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবে। এমনকি হরতাল পর্যন্ত পালন করা হবে হবে বক্তারা হুমকি দেন।

বক্তারা আরো বলেন, হাজার বছর ধরে সিলেট বাংলাদেশের একটি সভ্য এলাকা হিসেবে পরিচিত। দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে সিলেটের খ্যাতি বিশ্বজোড়া। নতুন করে মাহফুজুর রহমানের কাছ থেকে সভ্যতার স্বীকৃতি ও তালিম নেওয়া হাস্যকর।

মানবন্ধনে বক্তৃতা করেন, জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিম, সিলেট জেলা সভাপতি শামসুজ্জামান শামছু, সহ-সভাপতি বদিউল আলম লিটন, অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট সেলিম মো. আলী আসগর, অ্যাডভোকেট তাজ উদ্দিন মাখনসহ সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

এছাড়া ঝাড়ু মিছিলে মাহফুজুর রহমানের গ্রেফতার ও শাস্তি দাবি করা হয়। মিছিলটি চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী মিছিল শেষে বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত ৩০ মে  যুক্তরাজ্যের লন্ডনে সংবাদ সম্মেলনে এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান প্রথমে নিহত সাংবাদিক সাগর-রুনিকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য ও পরে সিলেটবাসীদের নিয়ে  বর্ণবাদী মন্তব্য ও কটূক্তি করেন।

এরপর সিলেটসহ বিভাগের চার জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জে এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়:  ঘণ্টা, জুন ৭, ২০১২

সিলেটবাসীকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে গতকাল রাত থেকে সমগ্র সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ATN Bangla ও ATN News এর সম্প্রচার বন্ধ করা হয়েছে।

সিলেটবাসীকে নিয়ে কুটুক্তি করার প্রতিবাদে গতকাল রাত থেকে সমগ্র সিলেট বিভাগে অনির্দিষ্টকালের জন্য ATN Bangla ও ATN News এর সম্প্রচার বন্ধ করা হয়েছে। সারা দেশের সকল ক্যাবল অপারেটর ভাইদের অনুরোধ আপনারাও এমন প্রদক্ষেপ নিন।



সিলেট অঞ্চলে এটিএন বাংলা ও এটিএন নিউজ’র সমপ্রচার বন্ধ

http://www.dailysylhet.com/index.php/sylhet/4442




Wednesday, June 6, 2012

মাহফুজুর রাহমান বয়স ৭২ । ইভা রাহমান বয়স ২২ :O !! এই প্রাণী মাহফুজুর রাহমান ওরফে রাম ছাগল ! আমাদের সিলেট নিয়ে বাজে কমেন্ট করে লল :D

মাহফুজুর রাহমান বয়স ৭২ । ইভা রাহমান বয়স ২২ :O !! এই প্রাণী মাহফুজুর রাহমান ওরফে রাম ছাগল ! আমাদের সিলেট নিয়ে বাজে কমেন্ট করে লল :D