আমি তোমার হাতের ঘুড়ি হবো, খোলা
আকাশে ।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাসে......।
যত দূর যাও না কেন নাটাই তোমার সাথে ,
ইচ্ছে হলে টানবে সূত, আসব তোমার হাতে বন্ধু ,
আসব তোমার হাতে...।
আমি তোমার মনের খুশী হয়ে থাকবো তোমার পাশে ,
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাসে।
তোমার মনে সব মাধুরী মিশিয়ে যেন ...।
মনের মানুষ করে আমায়, তোমার কাছে টান,
বন্ধু তোমার কাছে টান...।
আমি তোমার হয়ে থাকি যে নদীর বানের বার মাসে।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে,
বন্ধু বাউরি বাতাস......।
আমি তোমার হাতের ঘুড়ি হবো খোলা আকাশে ।
ইচ্ছে মত উড়াও আমায় বাউরি বাতাসে ,
বন্ধু বাউরি বাতাসে......।
-------------------------
কথাঃ কাউসার আহমেদ কাজল
সুরঃ ফুয়াদ নাসের বাবু
লিরিক্সঃ বি ইসলাম
লিরিক্সঃ বি ইসলাম
গানটি দেখতে ও শুনতে চাইলে এখানে এখানে ক্লিক করুন