Thursday, July 12, 2012

কেও বলে শাহ্‌ আব্দুল করিম কেও বলে পাগল (Music Video By Ashik)

এই একটি মাত্র গানের মাঝে বাউল সম্রাট শাহ্‌ আব্দুল করিম এর সম্পূর্ণ ইতিহাস !
--------------------------------------------------------------------
জাতীয় পুরস্কার  "একুশে পদক" প্রাপ্ত এই সাধক বাউল এর সাতে আমার একবার দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিল ! "হোটেল আল ফারুক" ঢাকা তে সঠিক সময় মনে নাই তবে ২০০৬ বা ২০০৭ হবে।
আমার নিজের মোবাইল দিয়ে তোলা একটা ফটো আপনাদের সাতে শেয়ার করলাম।

গানের কথা গুলো আপনাদের সাতে শেয়ার করলাম
⇓⇓
যার যা ইচ্ছা তাই বলে- ২
বুঝিনা আসল নকল,
কেও বলে শাহ্‌ আব্দুল করিম কেও বলে পাগল -২
যার যা ইচ্ছা তাই বলে
বুঝিনা আসল নকল,
কেও বলে শাহ্‌ আব্দুল করিম কেও বলে পাগল ।
 জন্ম আমার সিলেট জেলায়
সুনাম গঞ্জ মহকুমায় -২
 বসত করি দিরাই থানায়- ২
গাঁয়ের নাম হয় উজান ধল
  
কেও বলে শাহ্‌ আব্দুল করিম কেও বলে পাগল
কালনী নদীর উত্তর পারে আছি এক কুঁড়ে ঘরে- ২
পোস্ট অফিস হয় ধল বাজার এ -২
ইউনিয়ন থাড়ল
কেও বলে শাহ্‌ আব্দুল করিম কেও বলে পাগল
 পিতার নাম ইব্রাহীম আলী সোজা সরল আল্লার অলি -২
পীর মুর্শিদ এর চরণ ধূলী -২
করিম এর সম্বল 
কেও বলে শাহ্‌ আব্দুল করিম কেও বলে পাগল 
কেও বলে শাহ্‌ আব্দুল করিম কেও বলে পাগল
-----------------------------------------------------------------No comments:

Post a Comment