Friday, July 13, 2012

ইমেইল হ্যাক হয়েছে কি না পরীক্ষা করুন


সম্প্রতি ইয়াহুর সার্ভার হ্যাক করে ৪৫ হাজারের বেশি পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এসব হ্যাক করা পাসওয়ার্ডের তথ্য ফাঁস করেছে অনলাইনে। ইয়াহুতে ব্যবহূত পাসওয়ার্ড অনলাইনের অন্য কোনো অ্যাকাউন্টে ব্যবহার করা হলে সে অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা। কিছুদিন আগে একইভাবে লিঙ্কডইনের অ্যাকাউন্টও হ্যাক করে তথ্য হাতিয়ে নিয়েছে তারা।
তথ্যের নিরাপত্তা রক্ষায় কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পরামর্শ দিয়েছেন। ইয়াহু, জিমেইল, লিঙ্কডইন, এমএসএন হটমেইল, কমক্যাস্ট ও এওএল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কি না, তা পরীক্ষা করে নেওয়ার জন্য সিকিউরি ম্যালওয়্যার ল্যাব একটি সেবা চালু করেছে।
http://labs.sucuri.net/?yahooleak
লিঙ্কে ব্রাউজ করে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা পরীক্ষা করা যাবে।

(সুত্রঃ ইয়াহু নিউজ)


No comments:

Post a Comment