তথ্যের নিরাপত্তা রক্ষায় কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পরামর্শ দিয়েছেন। ইয়াহু, জিমেইল, লিঙ্কডইন, এমএসএন হটমেইল, কমক্যাস্ট ও এওএল অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে কি না, তা পরীক্ষা করে নেওয়ার জন্য সিকিউরি ম্যালওয়্যার ল্যাব একটি সেবা চালু করেছে।
http://labs.sucuri.net/?yahooleak লিঙ্কে ব্রাউজ করে অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কি না, তা পরীক্ষা করা যাবে।
(সুত্রঃ ইয়াহু নিউজ)
No comments:
Post a Comment