Saturday, January 5, 2013

হার্ড ড্রাইভ ব্যাকআপের ৫ সহজ উপায়

কম্পিউটারের হার্ড ড্রাইভটি ক্র্যাশ করলে যে দুর্ভোগের ভেতর দিয়ে যেতে হয় তার সঙ্গে অনেকেরই পরিচয় আছে। হার্ড ড্রাইভ ক্র্যাশ করলে প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন আর প্রোগ্রামগুলো হারিয়ে ফেলার ঝামেলা থেকে বাঁচতে হার্ড ড্রাইভ ইমেজিং অথবা ক্লোনিং করে নিতে পারেন ব্যবহারকারী। এর ফলে হার্ড ড্রাইভ ক্র্যাশ করলে লম্বা সময় ধরে অপারেটিং সিস্টেম আর পুরনো অ্যাপ্লিকেশনগুলো রিইনস্টল করার ঝামেলা আর পোহাতে হবে না, বরং পুরো হার্ড ড্রাইভই রিকভার করা যাবে এক্সটারনাল সোর্স থেকে। খবর ম্যাশএবল-এর।

হার্ড ড্রাইভ ইমেজিং আর ক্লোনিং আলাদা বিষয়। পুরনো হার্ড ড্রাইভটি নতুন বেশি মেমোরির হার্ডড্রাইভ দিয়ে প্রতিস্থাপন করতে চাইলে এজন্য সবচেয়ে উপযুক্ত পন্থাটি হচ্ছে হার্ড ড্রাইভ ক্লোনিং। অন্যদিকে ইমেজিংয়ের মাধ্যমে কপি হয়ে যায় প্রোগ্রাম ও অ্যাপসহ হার্ড ড্রাইভের সবকিছুই, যা পরে সহজেই রিইনস্টল করে নেয়া যায়।

কার্বোনাইটের মিরর ইমেজ ব্যাকআপ
মিরর ইমেজ এক্সটারনাল হার্ডড্রাইভে কম্পিউটারের অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম এবং যাবতীয় ফাইল এবং ফোল্ডারের ব্যাকআপ তৈরি করে রাখে। হার্ডড্রাইভ ক্র্যাশ করলে মিরর ইমেজ ব্যবহার করে অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম এবং পুরনো সব ফাইল রিকভার করা সম্ভব।

রানটাইমের ড্রাইভইমেজ এক্সএমএল
ড্রাইভইমেজ এক্সএমএল হচ্ছে উইন্ডোজ পিসির জন্য একটি ফ্রি ব্যাকআপ সিস্টেম। এটা কম্পিউটারের সব ফাইল ফ্লোডার এমনকি লক করে রাখার ফোল্ডারসহ সবকিছু অন্য আরেকটি ড্রাইভে ট্রান্সফার করে দেয়।
নরটন গোস্ট
নরটন গোস্ট ব্যবহার করে কম্পিউটারের হার্ড ড্রাইভ ব্যাকআপ করে রাখা যাবে এক্সটারনাল ড্রাইভ, নেটওয়ার্ক ড্রাইভ এবং রিরেকর্ডেবল-রিরাইটেবল সিডি, ডিভিডি, এবং ব্লুরে ডিস্কে। সিস্টেম ক্র্যাশ, ভাইরাস বা হ্যাকিংসহ যে কোনো কারণেই কম্পিউটারের ক্ষতি হলে নরটন গোস্ট ব্যবহার করে প্রয়োজনীয় সবকিছুই ফিরে পাওয়া সম্ভব। নরটন গোস্ট সফটওয়্যারের দাম পড়বে ৪৪.৯৯ ডলার।

কপি কমান্ডার ৯.০
পুরনো হার্ড ড্রাইভের জায়গায় নতুন হার্ড ড্রাইভ ব্যবহার একেবারেই সোজা করে দেয় কপি কমান্ডার ৯.০। মাত্র একটি ক্লিক করেই হার্ড ড্রাইভের সবকিছু কপি করে নেয়া যাবে নতুন হার্ড ড্রাইভে। কপি কমান্ডারের খুচরা মূল্য ৩৪.৯৫ ডলার।

ম্যাকরিয়াম রিফ্লেক্ট
ম্যাকরিয়াম রিফ্লেক্ট ব্যবহার করে হার্ড ড্রাইভের ইমেজিং এবং ক্লোনিং দুটোই করা যায়। আর পুরোটাই বিনামূল্যে। ফাইল ফোল্ডার ব্যকআপের জন্য অবশ্য ব্যবহার করতে হবে আপডেটেড ভার্সন।

(সুত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম )