Saturday, June 9, 2012

ক্ষুব্ধ সিলেটের প্রবাসীরা: মাহফুজুর রহমানকে ৭ দিনের আল্টিমেটাম

ক্ষুব্ধ সিলেটের প্রবাসীরা: মাহফুজুর রহমানকে ৭ দিনের আল্টিমেটাম

undefinedsource:manab zamin
নিউ ইয়র্ক থেকে এনা: এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে এক সপ্তাহের মধ্যে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সিলেটবাসীকে নিয়ে করা বিরূপ মন্তব্য প্রত্যাহার করার আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাসরত সিলেটের প্রবাসীদের প্রতিনিধিত্বকারী জালালাবাদ এসোসিয়েশন। ৪ঠা জুন সন্ধ্যায় (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) নিউ ইয়র্ক, লসএঞ্জেলেস এবং কানাডার টরন্টোতে একযোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ-সমাবেশ থেকে এই আল্টিমেটাম দেয়া হয়। উত্তর আমেরিকাস্থ জালালাবাদ এসোসিয়েশনের উদ্যোগে নিউ ইয়র্ক সিটির এস্টোরিয়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ সংগঠনের সভাপতি জন উদ্দিন বলেন, গত সপ্তাহে লন্ডনের একটি সংবাদ সম্মেলন থেকে মাহফুজুর রহমান ‘সিলেটিরা এখন ভদ্র হয়েছে বলে মন্তব্য করেছেন’। এ ধরনের মন্তব্যের মাধ্যমে মাহফুজুর রহমান সারাবিশ্বে বসবাসরত সিলেটের প্রবাসীদের অসম্মান করেছেন।  তিনি বলেন, পাকিস্তান আমলে ১৭ জেলার মধ্যে ১৬টির ডিসি ছিলেন সিলেটের। তাহলে আগে সিলেটিরা ভদ্র ছিলেন না কিভাবে? সংবাদ সম্মেলন থেকে এ সংগঠনের সেক্রেটারি আহমেদ জিলু বলেন, আমরা লন্ডন, কানাডা, লসএঞ্জেলেস, মিশিগানসহ বিভিন্ন স্থানের সিলেটিদের স্েগ যোগাযোগ করেছি। সবাই ক্ষুব্ধ এ ধরনের মন্তব্যে। সংবাদ সম্মেলন থেকে বলা হয়, ১১ই জুনের মধ্যে মাহফুজুর রহমানকে এটিএন বাংলার মাধ্যমে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পাশাপাশি ওই বক্তব্য প্রত্যাহার করতে হবে। নইলে পরবর্তী কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনে বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পরিষদ সভাপতি আলহাজ নজমুল ইসলামসহ বিপুলসংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।


No comments:

Post a Comment