Thursday, July 19, 2012

সবচেয়ে পাতলা ডিসপ্লে আনবে আইফোন ৫!

iPhone 5
iPhone 5
আইফোন ৫-এর ডিসপ্লে স্ক্রিন বা সামনের পর্দাটি বর্তমানে বাজারে থাকা আইফোন ৪ এস ও স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনের চাইতেও পাতলা হতে পারে। স্মার্টফোনটির পর্দা আরও পাতলা করতে ইন-সেল প্রযুক্তি ব্যবহার করছে অ্যাপল।
এক খবরে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইন-সেল প্রযুক্তিতে পাতলা ডিসপ্লে তৈরি করা সম্ভব। এ প্রযুক্তি ব্যবহার করে আইফোন ৫-এর পর্দা তৈরিতে একাধিক প্রতিষ্ঠান এরই মধ্যে কাজ শুরু করেছে।
স্যামসাং গ্যালাক্সি এস ৩ স্মার্টফোনটি ৮.৬ মিলিমিটার পুরুত্বের। জানা গেছে, আইফোন ৫-এর চেয়েও পাতলা হতে পারে।
বর্তমানে আইফোন ৫-এর স্ক্রিন তৈরিতে কাজ করছে তিনটি কোম্পানি—শার্প, এলজি ও জাপান ডিসপ্লে।


প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত তথ্য অনুসারে, আইফোনের নতুন সংস্করণটি বর্তমানে বাজারে থাকা আইফোন ৪ এসের তুলনায় আকারে বড় হবে। ইন-সেল প্রযুক্তির ব্যবহার হওয়ায় এলসিডি প্রযুক্তির পর্দার মধ্যেই টাচ স্ক্রিনের সেন্সর বসানো থাকবে, যা দ্রুত সাড়া দেবে।
চলতি বছরের অক্টোবর মাস নাগাদ আইফোনের নতুন সংস্করণ বাজারে আনতে পারে অ্যাপল।
(সুত্রঃ ওয়াল স্ট্রিট জার্নাল : প্রথম আলো)


No comments:

Post a Comment